প্রকাশিত: ১৭/০৬/২০১৭ ৩:২১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৩ পিএম

শফিক আজাদ::
মসজিদের সীমানার ঘেরা দেওয়াকে কেন্দ্র করে উখিয়া উপজেলার পশ্চিম টাইপালং এলাকার এক মসজিদের ইমামকে কূপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গুরুতর আহত ইমাম পশ্চিম সিকদারবিল জামে মসজিদের নুরুল কবির (৩২)। গতকাল শুক্রবার জুমার নামাজের পরে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মুসল্লীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসী ওই এলাকার রুস্তম আলীর ছেলে আলী আকবর(৩৪) ও তার ভাই নুরুল আলম (২৫) ধারালো দা এবং কিরিচ দিয়ে ইমাম নুরুল কবিরকে কোন কিছু বুঝে উঠার আগে উপূর্যপুরী কোপাতে থাকে। এক পর্যায়ে স্থানীয় জাফর আলম (৬৫) বাঁধা দিতে গেলে তাঁকেও গুরুতর আহত করে সন্ত্রাসীররা। আহতদের বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। তবে অবস্থার অবনতি হলে রাতেই আশংকাজনক অবস্থায় ইমাম নুরুল কবিরকে চট্রগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এদিকে আহত জাফর আলম সাংবাদিকদের বলেন, মসজিদের সীমানার সাথে রুস্তম আলী গং এর কিছু জায়গা রয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী আরো ২শতক বিরোধীয় জমি রয়েছে রুস্তম আলী ও ইমাম নুরুল কবিরের। এসব মিলিয়ে গতকাল শুক্রবার তাঁকে একা পেয়ে অতর্কিত ভাবে কূপিয়ে মারাত্মক আহত করেছে। তাঁকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা আমাকে মারধর করে আহত করে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সুত্রে নিশ্চিত করেছে। তবে উখিয়ার থানার অফিসার ইনচার্জ বললেন মৌখিক ভাবে শুনলেও এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ থানায় আসেনি। আসলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...