প্রকাশিত: ১৬/০৫/২০১৭ ৯:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৯ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার রতœাপালংয়ের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সন্তান প্রখ্যাত চিকিৎসক, কোর্টবাজার পালং শপিং কমপ্লেক্সে মালিক ও জমিদার, বিশিষ্ট সমাজসেবক এবং চট্টগ্রাম সাউর্দান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মরহুম ডাক্তার নুরুল আলম চৌধুরী প্রকাশ ভুলু ডাক্তারের আত্বার মাগফেরতা কামনায় এক দোয়া মাহ্ফিল গত সোমবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

পালং শপিং কমপ্লেক্স ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহ্ফিলে দোয়া পাঠ করেন কোর্টবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মৌলভী বেলাল, হাফেজ দেলোয়ার। মোনাজাত পরিচালনা করেন ফাতেমাতুজুহুরা বালিকা মাদ্রাসার শিক্ষক হাফেজ ফয়েজ উল্লাহ। বিশেষ দোয়া মাহ্ফিলে মরহুম ডাক্তার নুরুল আলম চৌধুরী প্রকাশ ভুলু ডাক্তারের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।

চৌধুরী টাওয়ারে অনুষ্ঠিত দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন, কোর্টবাজার পালং শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী যথাক্রমে এসকে আর ষ্টোরের মালিক চিত্ত রঞ্জন ঘোষ, আমিন এন্ড ব্রাদার্সের মালিক নুরুল আজিম, ব্যবসায়ী মোক্তার আহমদ, শাহ আলম, আব্দুর রহিম, ডাক্তার মির আহমদ, জাফর সওদাগর প্রমূখ।

পালং শপিং কমপ্লেক্স এর ব্যবসায়ীরা বলেন, মরহুম ডাক্তার নুরুল আলম চৌধুরী প্রকাশ ভুলু ডাক্তার একজন বড় মনের জমিদার ছিলেন। তার অমায়িক ব্যবহার ও ব্যবসায়ীদের প্রতি সুন্দর মনোভাব প্রদর্শন আমরা কোনদিন ভুলতে পারব না। পরিশেষে মরহুম ভুলু ডাক্তারের আত্বার মাগফেরাত কামনা করছেন।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...