হাদি হত্যাকান্ডে মূল আসামি দেশ ছেড়ে পালিয়েছে: পুলিশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে ...
এস.আজাদ,উখিয়া :
ককসবাজারের উখিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সকালে উখিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২জন সাজাপ্রাপ্ত আসামী সহ ৫জনকে আটক করেছে। আটককৃতদের মঙ্গল বার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খাইর বলেন, হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এ্লাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী ফরিদ মিস্ত্রীর ছেলে আফিল উদ্দিন প্রকাশ আইয়ুব আলী সহ একই ইউনিয়নের খেওয়া ছড়ি গ্রামের হাজী আজিজুল হকের ছেলে মোঃ আইয়ুব, মৃত জাগির আলীর ছেলে আইয়ুব আলী, আবদুল বারীর ছেলে আমির হোসেন প্রকাশ পুতিয়া ও আরেক সাজাপ্রাপ্ত আসামী হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের সিদ্দিক আহাম্মদের ছেলে হেলাল উদ্দিনকে আটক করা হয়।
পাঠকের মতামত