প্রকাশিত: ২০/০৫/২০১৭ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার সীমান্ত জনপদ পালংখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মজিবুর রহমান জাবু হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে শিক্ষার্থীরা পালংখালী ষ্টেশনে সড়কের দু’পাশে দাড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে।

শনিবার বেলা ১২ টার দিকে অনুষ্টিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, যে সময় ছেলেদের হাতে বই  কলম থাকার কথা ওই সময় ছাত্রদের হাতে অস্ত্র ও মাদক ধরিয়ে দিচ্ছে এক শ্রেনীর ডাকাত সন্ত্রাসী অভিভাবক নামধারী ইয়াবা ব্যবসায়ী। যে কারনে পালংখালী গ্রামীন জনপদে ইয়াবা ও অবৈধ অস্ত্রের ঝণঝনানীতে সাধারন জনগণ জিম্মি হয়ে পড়েছে।

বক্তারা অভিলম্বে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করে পালংখালীতে অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। পাশাপাশি জাবু হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবী জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মঞ্জুর, পালংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহদাৎ হোসেন জুয়েল, ইউপি সদস্য সোলতান মেম্বার, স্কুল ছাত্রী সাবরিনা ইয়াছমিন ও হালিমা আক্তার প্রমূখ।

উল্লেখ্য যে, গত ৭ মে সন্ধা ৭ টার দিকে পালংখালীর বটতলী কালা চঁাঁদ ডাকাতের দোকানের সামনে ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী চিংড়ী মাছ বিক্রির টাকার লেনদেনের ঘটনা নিয়ে মজিবুর রহমান জাবুকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে হত্যা করে সন্ত্রাসীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জাবুর বড় ভাই লুৎফুর রহমান ১২ জনকে আসামী করে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু ও উপ-পরিদর্শক মোঃ আনিসুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধায় চট্রগ্রামের পাহাড়তলী বস্তি এলাকার জোর ঢেবা নামক দীঘিতে গোসল করা অবস্থায় অস্ত্র ঠেকিয়ে হত্যা মামলার প্রধান আসামী সেলিম নেওয়াজ রিজভীকে গ্রেপ্তার করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, মামলার অন্যন্যা আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...