প্রকাশিত: ২৫/০৮/২০১৬ ৯:২৯ এএম , আপডেট: ২৫/০৮/২০১৬ ৯:৩০ এএম

received_1359873394042631সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::

রুমানা (৫) ও রেহানা(৩) নামের দুটি শিশু সন্তানকে ঘুমে রেখে পরীকিয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে এক নিষ্ঠুর মা। গত শনিবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের গ্রামের রুহুল আমিনের স্ত্রী জোস্মা বেগম (২৪) পরীকিয়া প্রেমিক মনজুর আলমের সাথে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় চলছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ বছর পূর্বে পারিবারিকভাবে তেলখোলা গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে রুহুল আমিনের সাথে বিয়ে হয় মনখালী গ্রামের ফরিদ আলমের মেয়ে জোস্মা বেগমের। কিন্ত বিয়ের পর থেকে বিভিন্ন পরপুরুষের সাথে পরীকিয়ায় জড়িয়ে পড়ে জোস্মা।স্বামীর অগোচরে অভিসার চালানোর অভিযোগও রয়েছে জোস্মা বেগমের বিরুদ্ধে। এরিই মধ্যে রুহুল আমিন ও রুমানার সংসার আলোকিত করে আসে রুমানা ও রেহানা নামের দু কন্যা সন্তান। সন্তান জন্মের পরও চরিত্র বদল হয়নি জোস্না বেগমের।কথায় আছে,কয়লা ধুলেও ময়লা যায়না,এ কথা আরেকবার প্রমাণ করলো জোস্না। এর আগেও একাধিকার পর পুরুষের সাথে ঘর ছেড়েছে সে। কিন্ত দুটি শিশু সন্তানের কথা চিন্তা করে বিচার শালিসের মাধ্যমে রুহুল আমিন বারবার ফিরিয়ে এনেছে স্ত্রী জোস্নাকে। কিন্ত গত শনিবার রাতে জোস্না পার্শ্ববর্তী প্রতিবেশী মঞ্জুর আলমের সাথে পালিয়ে গেছে। তার স্বামী রুহুল আমিনের অভিযোগ দুটি শিশু কন্যা সন্তানকে রেখে পরীকিয়া প্রেমিক মঞ্জুরের প্ররোচনায় তা স্ত্রী ঘর ছেড়ে গেছে। সাথে নিয়ে গেছে ১ ভরি স্বর্ণ, ৫০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল।
বর্তমানে দুটি অবুঝ শিশু নিয়ে বিচারের জন্য রুহুল আমিন থানা পুলিশ সহ চেয়ারম্যান মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।কিন্ত কোন কুলকিনারা হচ্ছেনা।ছোট দুটি কচি মুখের হাসি ফিরিয়ে আনতে রুহুল আমিন উর্ধ্বতন কতৃপক্ষের। হস্তক্কেপ কামনা করেছেন,পাশাপাশি এও আশংকা করেছেন, তাকে মিথ্যা মামলায় জড়ানোর পায়তারা করছে জোস্নার পরিবার।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...