প্রকাশিত: ১০/০২/২০১৭ ৯:১২ এএম , আপডেট: ১০/০২/২০১৭ ৯:১২ এএম

শহিদ রুবেল, উখিয়া::

উখিয়ার বালুখালী শিয়াল্যা পাড়া থেকে উদ্ধার করা তিন যুবককে গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা পুলিশের এস.আই মোঃ আলম বাদশার নিকট  বৃহস্পতিবার দুপুরে হস্তান্তর করেছে উখিয়া থানার এস আই মশিউর রহমান।

জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের ছেলে শিমুল মিয়া (১৪), আব্দুল মাজেদের ছেলে মোঃ শামীম মিয়া (১৩) ও নুরু মিয়ার ছেলে অন্তুর (১৪) গত ৪ দিন ধরে বাড়ী থেকে নিখোঁজ হয়ে গেলে ৭ ফেব্রুয়ারী অপহৃত যুবকের অভিভাবক  শহিদুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার বর্ণনা অনুযায়ী সুন্দরগঞ্জ থানা পুলিশ এজাহারটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি দল বালুখালী এলাকায় বদিউর রহমানের বাড়ীতে তল্লাসী চালিয়ে অপহৃত ৩ যুবককে উদ্ধার করে। এসময় পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী বদিউর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩০) কে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশের নিকট সোর্পদ্দ করেন। সুন্দরগঞ্জ থানার এসআই মোঃ আলম বাদশা জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় অপহরণকারী হিসাবে আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...