প্রকাশিত: ২৯/০৪/২০২০ ৯:১৩ পিএম , আপডেট: ২৯/০৪/২০২০ ৯:১৫ পিএম

উখিয়ার সোনার পাড়ায় মোঃ জুনায়েত (১২) নামের এক ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ) বেলা ১১ টার দিকে সোনারপাড়া মোস্তফা শ্রিম্প হ্যাচারী (সৌদিয়া হ্যাচারী) তে এ রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে। সে সোনার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও পশ্চিম সোনার পাড়া কাদের হোসাইন প্রকাশ কালোর ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, বুধবার সকাল ১১ টায় হ্যাচারি কর্তৃপক্ষ জুনাইদকে টাকার প্রলোভন দেখিয়ে হ্যাচারীর বর্জ্য নিষ্কাশন পথে প্রবেশ করিয়ে দেয়। ঘন্টাখানেক পর ছেলেটি বের না হতে দেখে খোঁজা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঐ মুহুর্তে অন্য দুইজন কর্মচারী জুনাইদকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে হ্যাচারী কর্তৃপক্ষের কথামতো তারা জুনাইদকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ সোনার পাড়ায় তার বাবার কাছে খবর পাঠালে বাবা কাদের হোসেন হাসপাতালে পৌঁছে নির্বাক হয়ে যায়।

বাবা কাদের হোসেন দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হ্যাচারী কর্তৃপক্ষ খুন করেছে। তিনি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে উখিয়া থানা অফিসার ইনচার্জ মর্জিনা আক্তারকে ফোন করা হলে তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হ্যাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান।

জুনাইদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী হ্যাচারী কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...