কক্সবাজার ভ্রমণ: হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ ...
বার্তা পরিবেশক::
দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধে জনহিতকর কাজ করে আসছে কোস্ট ট্রাস্ট। আজ রোববার বিকাল ৪টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধায়ক ডাঃ রনজন বড়ুয়া রাজন এর হাতে উখিয়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের জন্য স্প্রে- ড্রাম, হারপিক এবং টয়লেট ব্রাশ প্রদান করেন কোস্ট-উখিয়া রিলিফ অপারেশন সেন্টাররে টিম লিডার মোঃ রেজাউল করিম, ফিল্ড কোর্ডিনেটর মোঃ জুলফিকার হোছাইন এবং ভয়েস অব উখিয়ার সম্পাদক নুর মোহাম্মদ সিকদার। ইতিপূর্বে কোস্ট ট্রাস্ট জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের করোনা তহবিলে আর্থিক অনুদান প্রদান করে। ডাঃ রনজন বড়ুয়া রাজন বলেন এই উপকরণ সহযোগিতা আইসোলেশন ওয়ার্ডের পরিচ্ছন্নতা রক্ষায় বিশেষ ভাবে সহায়ক হবে। মানবিক সংস্থা হিসাবে এই ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানান কোস্ট ট্রাস্ট এর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
পাঠকের মতামত