আবদুল্লাহ আল আজিজ
প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ৩:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় রওশন আলী (৪৪) নামের এক মাদক কারবারি বাড়ি থেকে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথা অ্যামফিটামিন (আইস) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে ব্যবসায়ী রওশন আলী সুকৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি প্রশাসন।

গত বুধবার (২৪ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকার হাজী শামসুল আলমের ছেলে রওশন আলীর বসতভিটায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তাফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানকালে পালিয়ে যাওয়া রওশন আলী মাদক চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যহত রয়েছে।

মো. সিরাজুল মোস্তাফা আরও বলেন, উখিয়া উপজেলায় ভয়ঙ্কর ক্রিস্টাল মেথা অ্যামফিটামিন (আইস) সচারাচর দেখা যায় না। উপজেলায় এ ধরনের ভয়াবহ মাদকের প্রবেশ বেশ উদ্বেগজনক। মাদক ব্যবসায়ীদরে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, সচেতন মহল জানিয়েছেন, শীর্ষ মাদক কারবারি রওশন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। ইতোমধ্যে সে মাদকের টাকায় টাকার পাহাড় গড়ে এলাকায় প্রভাব বিস্তার করে চলে। তার বিরুদ্ধে ইতোপূর্বেও মাদকের মামলা রয়েছে

পাঠকের মতামত

অবরোধের আট ঘণ্টা পর ফের সচল কক্সবাজার-টেকনাফ মহাসড়ক

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত প্রকল্পের চাকরিচ্যুত শিক্ষকরা। ...

উখিয়ায় স্বাস্থ্যসেবায় সংকট : বন্ধ ‘স্পেশালাইজড হাসপাতাল’ চালুর দাবি

রোহিঙ্গা আগমনের পর কক্সবাজারের উখিয়ায় জনসংখ্যা কয়েকগুণ বেড়ে গেলেও স্বাস্থ্যসেবা অবকাঠামো সে অনুযায়ী সম্প্রসারিত হয়নি। ...

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ, নেতাদের নীরবতা নিয়ে ক্ষোভ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত প্রায় ১২০০ স্থানীয় শিক্ষক কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। ...

ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সদস্য সন্দেহে দুই উপজাতি নাগরিক আটক!

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সকাল ১১টার দিকে সন্দেহভাজন দুইজন ...