প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০২/১২/২০২৫ ৫:৫৮ পিএম

উখিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) উখিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
আয়োজনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ফারুক আহমদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য শফিক আজাদ। শুরু থেকেই উপস্থিতদের মধ্যে ছিল অপেক্ষা, কেননা এটি শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়—সাংবাদিকদের দীর্ঘদিনের সহযাত্রার এক মানবিক উদ্যোগও ছিল।
দোয়া মাহফিলে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য হুমায়ুন কবির জুশান। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিক দৃষ্টিতে একজন মানুষের সুস্থতা কামনা করা নৈতিক দায়িত্ব। একই সুরে কথা বলেন সদস্য আব্দুল লতিফ বাচ্চু ও কাজি হুমায়ুন কবির বাচ্চু। বক্তারা জানান, জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এই নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠলে দেশের জন্যই তা স্বস্তির বার্তা হবে।
আরেক সদস্য ও উখিয়া নিউজের সম্পাদক ওবায়দুল হক চৌধুরী আবু বলেন, উখিয়ার সাংবাদিক সমাজ সবসময় মানবিক কাজে পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন নিউজ টোয়েন্টিফোরের সিও হাশেম সিকদার জিশান, তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করেন।
শেষে মোনাজাত পরিচালনা করেন উখিয়া উপজেলার ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম। তিনি দেশ, জাতি ও অসুস্থ নেত্রীর জন্য দোয়া করেন। পুরো পরিবেশ তখন নীরব হয়ে ওঠে—সবাই একসঙ্গে হাত তুলে প্রার্থনা করেন তার দ্রুত আরোগ্য লাভের জন্য।
আয়োজকরা জানান, রাজনৈতিক ভেদাভেদ ভুলে একজন অসুস্থ মানুষের জন্য প্রার্থনা করতে পারা সমাজের পরিপক্বতার প্রতিচ্ছবি। উখিয়া প্রেসক্লাব ভবিষ্যতেও মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।

পাঠকের মতামত

সেন্টমাটিনে চলছে অনুমোদনহীন শতাধিক নৌযান স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

মন্ত্রণালয়ের ১২টি নির্দেশনার মধ্যে অন্যতম হলো- বিআইডব্লিউটিএ এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিন দ্বীপে কোনো নৌযান ...

রোহিঙ্গা সংকটে নতুন প্রকল্প : এলাকায় অস্থিরতা ও পরিবেশঝুঁকি বাড়ার আশঙ্কা

রোহিঙ্গাদের জন্য নতুন করে স্থায়ী আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ জানাজানি হতেই কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন ও ...

ট্রাভেল পাস ছাড়াই টিকিট বিক্রি : কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা

সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া পর্যটকদের কাছে টিকিট বিক্রির অভিযোগে সেন্টমার্টিনগামী জাহাজ ‘কেয়ারি সিন্দাবাদ’কে ৫০ ...