সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। অভিযানে ৩টি ...
উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সদরের ঈদগাঁও ডুলাফকির মাজার সংলগ্ন মসজিদের পুকুরে সহোদরসহ তিন জনের করুণ মৃত্যু হয়েছে।
তারা হলো- ওই এলাকার আবদুস সমদের স্কুল পড়ুয়া ছেলে তুহিন ও আবদুল্লাহ এবং আবু তাহের এর ছেলে মুবিন।
আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জাল টেনে প্রায় এক ঘন্টা পর তিনজনের মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সমাজসেবক হেলাল উদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ জানান, সকালে ৫ জন মিলে পুকুরে বাঁশের ভেলা করে খেলছিল। সেখান থেকে ৩ জন পড়ে যায়। পরে তারা স্বজনদের খবর দেয়।
খবর পেয়ে এলাকাবাসী পুকুরে জাল টেনে অনেক ক্ষণ পর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
ইতোমধ্যে ফায়ার সার্ভিসদল কক্সবাজার থেকে ঘটনাস্থলে পৌঁছে। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
পাঠকের মতামত