উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১০:৩৭ এএম

মিয়ানমারের রাখাইনে সংঘাতের ঘটনায় দেশটির জান্তা সমর্থিত বাহিনী ও সীমান্তরক্ষী—বিজিপির আরো অর্ধশতাধিক সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। এর মধ্যে তাদের পরিবারের সদস্য রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর থেকে দিনের বিভিন্ন সময়ে নাফ নদ পাড়ি দিয়ে সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। পরে নাফ নদে টহলরত কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তারা আত্মসমর্পণ করেন।

সীমান্তের বিভিন্ন এলাকায় বসবাসরত স্থানীয় বাসিন্দারা বিজিপি ও সেনা সদস্যদের নাফ নদ পাড়ি দিয়ে এপারের সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে থাকতে দেখেছে বলে জানান। তবে বিজিবি এদিন নিজেদের হেফাজতে কোনো মিয়ানমার বাহিনীর সদস্য নেই বলে দাবি করেছে। এ ছাড়া কোস্ট গার্ডের হেফাজতে থাকা মিয়ানমারের বিজিপি ও সেনার সঠিক সংখ্যা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে আসা এ সংখ্যা শতাধিক হতে পারে।

এ বিষয়ে কোস্ট গার্ড শাহপরীর দ্বীপ পোস্টের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, নাফ নদ পাড়ি দিয়ে ৪১ জন মিয়ানমার বিজিপি ও সেনা সদস্য পালিয়ে এসেছেন। তাদের টেকনাফ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে সীমান্তের নিরাপত্তা জোরদার করতে নাফ নদে কোস্ট গার্ডের টহল বাড়ানো হয়েছে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমদ বলেন, ‘বৃহস্পতিবার মিয়ানমার বাহিনীর কোনো সদস্য বিজিবির হেফাজতে ছিল না।


অন্য কোনো বাহিনীর হেফাজতে আছেন কি না সে ব্যাপারে কেউ জানায়নি

পাঠকের মতামত

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...

রোহিঙ্গা সংকটযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুদান কমানোয় বাংলাদেশের ঋণ ৪০০ মিলিয়ন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র গত বছর অনুদান দিয়েছিল ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু চলতি ...

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ ...

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, তবে ডিসেম্বর পর্যন্ত রাত্রিযাপন নিষিদ্ধ

সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আগামী ১ নভেম্বর থেকে। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি ...

ঢাকায় রেলক্রসিংয়ে প্রাণ হারালেন কক্সবাজারে উষা বড়ুয়া

রাজধানী ঢাকার মহাখালী রেলক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার মেরংলোয়া গ্রামের উষা বড়ুয়ার ...