কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চলমান মানবিক সেবা সম্পর্কে অবহিত হন।
প্রতিনিধি দলে ছিলেন— Ms. Kano Ayana (Boston Consulting Group), Ms. Samizo Ayu (Kyoto University), Mr. Kuroda Kazuhide (Global Peacebuilding Association of Japan), Ms. Yoshimura Miki (WFP), Ms. Nakashima Nene (Mitsubishi Corporation), Ms. Nomura Tsukasa (Nihon University), Ms. Miyamoto Ririka (Union College), Ms. Ushimaru Sayaka (Kobe University), Mr. Akahoshi Sho (Kobe University), Mr. Kodama Toranosuke (Meiji University), Ms. He Youru (Boston Consulting Group), Ms. Kuboshima Yuki (Persol Business Process Design), Ms. Matsuda Tomomi (Save the Children Japan) এবং Mr. Shima Tomoki (EX Research Institute Ltd.)।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-১২ এর ডাটা রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করে নিবন্ধন কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিত হন। পরে তারা ক্যাম্প-১১ সি/১ ব্লকে ইউনিসেফের অর্থায়নে Codec পরিচালিত লার্নিং সেন্টার এবং ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার ঘুরে দেখেন। দুপুরে ক্যাম্প-১৪ এ/৩ ব্লকের Rohingya Women Multi Purpose Center পরিদর্শন করেন, যেখানে রোহিঙ্গা নারীদের জন্য দক্ষতা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও মানসিক সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া বিকেলে প্রতিনিধি দল ক্যাম্প-১৩ এর adolescent & youth centre এবং women & girl safe space সেন্টার, এবং সর্বশেষ ক্যাম্প-১৮ এর Rohingya Cultural and Memory Centre ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।