Logo
প্রকাশিত - মার্চ ২৫, ২০১৮ ৯:০৬ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিচালক শামীম আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে উখিয়ার কোটবাজারের হাজী জসিম মার্কেট থেকে তাদের আটক হয়। এসময় কনেস্টেবল সৌরভ বড়ুয়ার সহযোগী মো. ইমনকেও আটক করা হয়।আটককৃত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।উখিয়া থানা পুলিশ আটক কনেস্টেবল সৌরভ বড়ুয়াসহ দুইজনকে আদালতে প্রেরণ করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ইয়াবাসহ আটককৃত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর বাদী হয়ে মামলা করেছে। রোববার তাদের আদালতে প্রেরণ করা হয়। আদালত দু’জনকে কারাগারে পাঠিয়ে দেন।তিনি আরো জানিয়েছেন, আটককৃত পুলিশ সদস্য সৌরভ বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে।

Print Back