কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।
বার্তায় বলা হয়েছে, টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রাখা হয়েছিল।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।