উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১২/২০২২ ৩:০২ পিএম , আপডেট: ২৯/১২/২০২২ ৩:০২ পিএম

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক প্রথমবারের মতো “সেরা তরুণ করদাতা” নির্বাচিত হয়েছেন।তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার বাসিন্দা মাতাব্বর হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক ও গৃহিণী ফেরুজা বেগমের দ্বিতীয় সন্তান।
সে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মরহুম আমির হোসাইন মেম্বারের নাতি এবং টেকনাফ পৌরসভার ২নং ওযার্ডের কাউন্সিলর হাফেজ মুহাম্মদ এনামুল হাসানের বড় ভাই।
বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক টেকনাফ স্থলবন্দরের মেসার্স ফারুক ট্রেডার্স এন্ড মেসার্স রাফে ট্রেডার্স(সত্বাধিকারি)।সে ২০২১-২০২২সালে কক্সবাজার জেলার কর অঞ্চলের সবোর্চ্চ আয়কর প্রদানকারি “সেরা তরুণ করদাতা” নির্বাচিত হয়েছেন।

বুধবার দুপুরে আয়কর বিভাগের উদ্যোগে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স কক্ষে আয়োজিত সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।কর কমিশনার(আপিল)মিজ সফিনা জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন কাস্টমস,এক্সইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমী চট্টগ্রামের মহাপরিচালক মো মাহবুবুজ্জামান,কর আপীলাত ট্রাইবুনাল চট্টগ্রামের বেঞ্চের সদস্য মকবুল হোসেন পাইক,দি চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রী এর সভাপতি মাহবুবুল আলম।পরে আবু হেনা মোঃ রহমাতুল মুনিম সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোড স্বাক্ষরিত পরে সনদ ও ক্রেস্টটি ওমর ফারুকের হাতে তুলে দেন অতিথিরা।
এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বোর্ড আয়কর অনুবিভাগ “সেরা করদাতা সম্মাননাপত্র” কর অঞ্চল-৪, চট্টগ্রামের সম্মানিত করদাতা ওমর ফারুক টিআইএন-৫১৫৩১৭৬৫০১৬৫। ২০২১-২০২২ কর বছরে কক্সবাজার জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী তরুণ করদাতা (৪০বছর বয়সের নিচে) হওয়ায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...