বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে এ বছর ৩১ জন মেধাবী ও প্রতিভাশালী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা সকলেই পুলিশ পরিবারের সন্তান। তাঁদের এ অসাধারণ সাফল্যে পুনাক পরিবার গর্ব ও আনন্দ প্রকাশ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী জনাবা আফরোজা হেলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের আরও উদ্যমী হতে হবে এবং আগামী দিনের পথচলা আরও সুগম করতে হবে। আজকের এই সাফল্য কেবল শুরু, সামনে তোমাদের জন্য রয়েছে আরও বড় সুযোগ ও সম্ভাবনা।
এছাড়া বক্তব্য রাখেন পুনাক সহসভানেত্রী আইরিন রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর। তাঁরা কৃতি শিক্ষার্থীদের অর্জনের প্রশংসা করে তাঁদের স্বপ্নপূরণের যাত্রায় সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ কল্যাণ সম্পাদিকা শামীম আক্তার শারফুদ্দিন (শম্পা)।
সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা ও তাঁদের অভিভাবকরা এই সম্মাননা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুনাক পরিবারের পক্ষ থেকে তাঁদের আগামীর পথচলা আলোকিত, গৌরবময় ও সফল হোক—এ শুভকামনা জানানো হয়।