জসিম উদ্দিন টিপু,টেকনাফ::
টেকনাফে গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ১৮কোটি টাকা অনাদায়ী রয়েছে। বিশাল অংকের বকেয়া তুলতে রীতিমত হিমশিম খাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতি। তবুও পবিসের লোকজন নিয়মিত বিদ্যুৎ সেবার পাশাপাশি বকেয়া আদায়ে তৎপরতা অব্যাহত রেখেছেন। পবিস সুত্র জানায়,টেকনাফে সর্বমোট ৬৬হাজার ৬শ ৩টি বিলকৃত গ্রাহক রয়েছেন। উল্লেখিত গ্রাহকের বিপরীতে ১৭কোটি ৭০লক্ষ টাকা বকেয়া রয়েছে। বকেয়া আদায়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এত বিশাল অংকের বকেয়া আদায় করা কষ্টস্বাধ্য হলেও পবিসের লোকজন বিদ্যুৎ সেবার পাশাপাশি অনাদায়ী বকেয়া আদায়ে গ্রাহকের বাড়ী বাড়ী যাচ্ছেন বলে জানাগেছে। খোঁজ নিয়ে জানাগেছে, বিদ্যুৎ বিল একটি সরকারী পাওনা। প্রতিটি গ্রাহককে এই পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। না করলে সংশ্লিষ্ট আইনের ধারায় অনাদায়ী গ্রাহকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ আইন-২০১৮ ইং অনুযায়ী বিল খেলাপী গ্রাহকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। গ্রাহকদের সাথে কথা বলে জানাগেছে, বিদ্যুৎ আইনের সংশ্লিষ্ট ধারায় কোন ব্যাক্তি অভিযুক্ত হলে সংশ্লিষ্ট গ্রাহককে বিরোধ ও নিষ্পত্তিসহ যাবতীয় কিছু ঢাকাস্থ বিদ্যুৎ কমিশনের সরাসরি দপ্তরে গিয়েই সমাধান করতে হয়। এই কারণেই গ্রাহকদের মাঝে একটা ভীতি রয়েছে। স্থানীয় উন্নয়নকর্মী ও গ্রাহক ফরিদুল আলম জানান, বিল পরিশোধে অনেকটা বিলম্বিত করলেও প্রায় সব গ্রাহক বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিল আদায়ে তৎপর ও সচেষ্ট থাকেন। তবে এই গ্রাহক অনাদায়ী বিল আদায়ে পবিস কর্তৃপক্ষকে আরো বেশী কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন পাশাপাশি কারণে অকারণে লোডশেডিংয়ের ফাঁদে না ফেলে অবাধ বিদ্যুৎ সেবা নিশ্চিতের দাবী জানিয়েছেন। টেকনাফ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও জেলা পবিসের পরিচালক অধ্যাপক জহির আহমদ জানান, অবাধ বিদ্যুৎ সেবা গ্রহণে বকেয়া বিল আদায়ের কোন বিকল্প নেই। বিদ্যুৎ সেবা ত্বরান্বিত করতে বিশাল অংকের অনাদায়ী বিল আদায়ের জন্য তিনি সংশ্লিষ্ট গ্রাহক এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানিয়েছেন। নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা দিতে পবিস কর্তৃপক্ষ রাতদিন কাজ করে যাচ্ছেন জানিয়ে টেকনাফ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: জসিম উদ্দিন বলেন,পল্লী বিদ্যুতের স্বাভাবিক কার্যক্রম বহাল রাখার স্বার্থে নিয়মিত বিদ্যুৎ বিল গ্রাহককে পরিশোধ করতে হবে। বকেয়া আদায়ে পবিসের লোকজন নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে তিনি আরো বলেন,বিদ্যুৎ বিল পরিশোধ এবং অবৈধ সংযোগ পরিহারের লক্ষ্যে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।