প্রকাশিত: ২৮/১২/২০২১ ৬:৩২ পিএম , আপডেট: ২৮/১২/২০২১ ৬:৪১ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
ইউনিয়ন চেয়ারম্যান নয়, ইউনিয়নের সেবক হয়ে নাগরিকদের পাশে আছি এবং থাকব। উন্নয়নের ধারা অব্যাহত রেখে উখিয়া সদর রাজা পালং ইউনিয়নকে সমৃদ্ধ ডিজিটাল ও মডেল ইউনিয় গড়ব। বাসযোগ্য নিরাপদ নারী অঙ্গন, নিরাপদ পানির নিরবচ্ছিন্ন ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থাসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। তাছাড়া একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। সেখানে এলাকার শিক্ষিত যুবকেরা শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত রয়েছেন। উখিয়া নিউজ ডটকমের প্রতিবেদক হুমায়ুন কবির জুশানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন কথা জানালেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধধারণ সম্পাদক ও তিন বারের (হ্যাট্রিক করা)নির্বাচিত রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী। উখিয়া উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সদর রাজাপালং ইউনিয়ন। একটানা তৃতীয় বারের মতো উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী। চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী বলেন, কক্সবাজার জেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসেবে নানা ধরনের প্রতিকূলতার মধ্যে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে হয় রাজাপালং ইউনিয়ন পরিষদকে। প্রাকৃতিক দুর্যোগের চেয়ে মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে রোহিঙ্গাদের নিয়ে নানাবিধ সমস্যায় উখিয়ার হাজার হাজার মানুষ। রোহিঙ্গাদের বর্জে স্থানীয়দের পরিবেশ মারাত্নক হুমকির মুখে। ১১ লাখ রোহিঙ্গাদের কারণে উখিয়ার গুরুত্বপূর্ণ এলাকায় ও ষ্টেশনে যানজট লেগেই থাকে। আইলা, মহাসেন, নার্গিস, আম্পান ও ইয়াসের মতো মারাত্নক দুর্যোগের চেয়ে ভয়ংকর মাদক ইয়াবার কারণে এলাকা ও নাগরিকের সুনাম ও পরিবার ক্ষতিগ্রস্ত হন। এ দুর্নাম গোছাতে মাদদকের বিরুদ্ধে আমাদের ঐক্য্যবদ্ধ সংগ্রাম চালাতে হবে। সরকারের পাশাপাশি এনজিওদের সাথে সমন্বয় করে কাজ করতে হয়। স্বাভাবিক বৃষ্টিপাতে উখিয়া সদদরে জলাব্ধতা সৃষ্টি হতো। ভূমি অফিস থৈ থৈ পানিতে ঢুবে থাকতো। তাই এলাকার জলাবদ্ধধতা দদূরিকরণের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে। মাছ বাজার নির্মাণ করা হয়েছে। ময়লা আবর্জনা অপসারণে ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ ও আধুনিক বাসষ্টেশন করার পরিকল্পনা রয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহসহ খেলা-ধধুলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করে আগামী প্রজন্মের জন্যে একটি বাসযোগ্য সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী আরো বলেন, উখিয়া সদর রাজাপালং ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করতে মাষ্টারপ্ল্যান অনুযায়ী কাজ করা হবে। নাগরিকদের একটি আধুনিক ইউনিয়ন পরিষদ উপহার দিতে আমি নিরলস কাজ করে যাচ্ছি। চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব ও নাগরিকদের কর্তব্য সঠিকভাবে পালনের মাধ্যমে আমাদের গ্রাম আমরা গড়ব- এটাই আমার অঙ্গিকার।

পাঠকের মতামত

উখিয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসি’র মতবিনিময়

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ...

কক্সবাজারে দুই শিশুসহ মা কারাগারে, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নলকূপের পানি চলাচল নিয়ে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই শিশুসহ এক নারীকে ...