“শিক্ষাই শক্তি, শিক্ষিত তরুণই দেশের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে "Inclusive Education Network" এর উদ্যোগে কুতুপালংয়ের একঝাঁক উদ্যমী তরুণের উদ্যোগে অনুষ্ঠিত হলো "কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫"। কুতুপালং উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে সম্মাননা জানানো হয় সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন অলংকৃত করেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আহমদ উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের উদ্যোগ কেবল শিক্ষার্থীদের অনুপ্রাণিতই করে না, বরং একটি শিক্ষাবান্ধব সমাজ গঠনে বড় ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থী হওয়ার পাশাপাশি নৈতিক ও চরিত্রবান নাগরিক হয়ে দেশের সেবা করতে পারার মধ্যে প্রকৃত সফলতা নিহিত।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম এ মান্নান।তিনি বলেন, “আমাদের অনেক সাবেক শিক্ষার্থী আছেন যারা দেশে-বিদেশে মেধা-মনন ও নৈতিকতার বদৌলতে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন, এই ধরণের মহতী আয়োজনের ফলে ভবিষ্যতে এই গ্রাম থেকে তেমনি আরো মেধাবী সৃষ্টি হবে যারা দেশে-বিদেশে আলোর দ্যূতি ছড়াবে।”
"Inclusive Education Network" এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন Inclusive Education Network" এর প্রতিনিধি জনাব মিজানুর রহমান। তিনি বলেন, “আমরা চাই আমাদের এলাকার মেধাবী শিক্ষার্থীরা যথাযথ স্বীকৃতি পাক, যেন তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু রাহুল বড়ুয়া আদিত্য, রিতা বালা দে, মুক্তা রাণী দে, অরবিন্দ বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিপ্র বড়ুয়া, হাজী গুরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু আশিস বড়ুয়া, চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পলাশ বড়ুয়া এবং পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আবছার।
বক্তব্য রাখেন কুতুপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব বি এ বাদশা মিয়া চৌধুরী এবং ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব হেলাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলভী মোহাম্মদ হোসাইন, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জনাব নরুল আবছার এবং দাতা সদস্য রিদুয়ানুল হক চৌধুরী।
সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন কুতুপালং গ্রামের গর্ব, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান চিকিৎসক ডা. প্রাপ্তি বড়ুয়া বৃষ্টি, কক্সবাজারের তরুণ সংগঠক জনাব কায়সার হামিদ এবং জনাব জিমরান মোহাম্মদ সায়েক।
সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতিমূলক বক্তব্য দেন সদ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হওয়া কুতুপালং গ্রামের শিক্ষার্থী আব্দুর রহমান ফাহিম এবং এসএসসি ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী পাপিয়া বড়ুয়া পায়েল। আব্দুর রহমান ফাহিম বলেন, “এই সম্মাননা আমাদের দায়িত্ববোধ ও আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে।”
সর্বশেষ অংশে ইনক্লুসিভ এডুকেশন নেটওয়ার্কের স্বপ্নদ্রষ্টা ও কুতুপালং গ্রামের কৃতি সন্তান, বর্তমানে ফ্রান্স প্রবাসী বাবু জুয়েল বড়ুয়ার পক্ষ থেকে এই প্ল্যাটফর্ম এর বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অত্র প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম।
তিনি জানান, "শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিকরণ বাড়ানোর জন্য এবং সর্বজনীনতা আনার জন্য শুধু কুতুপালং নই পুরো উখিয়া উপজেলায় কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে সেই মহান উদ্দেশ্য নিয়েই মূলত 'Inclusive Education Network' এর যাত্রা।"
অনুষ্ঠানটি ছিল এক আত্মিক মিলনমেলা, যেখানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজসেবীরা একত্রিত হয়ে শিক্ষার গৌরব উদযাপন করেন। শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরা এবং একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এই ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উৎসাহ ও দায়িত্ববোধ সৃষ্টি করবে এমন প্রত্যাশা জানিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানটির।