উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/১০/২০২২ ৭:১৩ পিএম

৫ দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি ও কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রতিনিধিদলে দৈনিক কালবেলা’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সন্তোষ শর্মা, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক সাংবাদিক মোজাম্মেল বাবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক সাংবাদিক নাঈম নিজাম এবং মন্ত্রী ড. হাছান মাহমুদ ও এমপি কমলের পরিবারের সদস্যরা রয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের কলকাতার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন তাঁরা।
প্রেসক্লাব কলকাতার সভাপতি শ্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামানিকের আমন্ত্রণে ২৯ অক্টোবর, শনিবার ১১ টায় প্রেসক্লাব কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখবেন এবং সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তরে মিলিত হবেন। বিকাল সাড়ে ৪ টায় চতুর্থ বাংলাদেশ ফ্লিম ফেস্টিভাল কলকাতায় যোগদান করবেন।
৩০ অক্টোবর সকাল ৭টায় বিমানযোগে দিল্লীর উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করবেন। সেখান থেকে সড়ক পথে ৩১ অক্টোবর পবিত্র আজমীর শরীফ গমন ও জিয়ারত করবেন। ওই দিন জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান যোগে পুনঃরায় দিল্লি ফিরবেন।
১ নভেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সাথে পৃথক পৃথক বৈঠকে বসবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। ২ নভেম্বর ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান যোগে বাংলাদেশে শুভাগমন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

পাঠকের মতামত

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...