কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি প্রাকৃতিক মৃত্যু—সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বন বিভাগ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের অধীনে সদর বিটের আওতাধীন দোছড়ি রফিকের ঘোনা এলাকায় স্থানীয়রা মৃত অবস্থায় হাতিটিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।
দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোছড়ি রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব পাশে হাতিটি মৃত অবস্থায় পড়ে ছিল। এ সময় হাতির মুখ দিয়ে প্রচুর পরিমাণ রক্ত বের হতে দেখা যায়।
দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার জানান, ভিলেজারদের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে যায়। এরপর প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করেন। আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই নিশ্চিত হওয়া যাবে হাতির মৃত্যু স্বাভাবিক নাকি কোনো দুর্ঘটনা বা হত্যার ঘটনা।
এদিকে মৃত হাতিটিকে বন বিভাগের তত্ত্বাবধানে মাটিচাপা দেওয়া হয়েছে।
স্থানীয়দের ধারণা, হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিংবা শিকারিদের আক্রমণের শিকার হয়ে মারা যেতে পারে। তবে বন বিভাগ চূড়ান্তভাবে কোনো মন্তব্য না করে ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে