এই বিয়ের কথা শুনলেই মনের ক্যানভাসে ভেসে উঠে নাচ, গান, আনন্দ-উল্লাসে ভরপুর এক জমকালো পরিবেশের কথা। একটি প্রবাদ বাক্যের প্রচলন আছে, ‘যার বিয়ে তার খবর নেই, পাড়া-পড়শীর ঘুম নাই’। কথাটা যথার্থ, যে বিয়ে করবে তার তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। কিন্তু কন্যা এবং বরের বাবা-মা, ভাই-বোন নিকটআত্মীয়দের এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে যথেষ্ট বেগ পোহাতে হয়। সকল আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানানো, হলুদ এবং বিয়ের কেনাকাটা, স্থান নির্বাচন, স্টেজ সাজানো, ছবি তোলা, ভিডিও করা,নানা বিষয়ে চিন্তিত থাকতে দেখা যায় তাদেরকে। নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত ছোটাছুটি করতে হয়। কিন্তু বর্তমান সময়ের ছকে বাঁধা এই যান্ত্রিক জীবনে বিয়ের এত সব আয়োজন করার সময় আমাদের কোথায়? তাই বলে কি বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে? আনন্দ-উল্লাস হবে না? যুগ পাল্টিয়েছে এখন বিয়ে আর কোনো চিন্তা কিংবা ঝামেলার বিষয় নয়। আপনাকে ঝামেলাবিহীন একটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে উখিয়ার বালুখালীর ডিজিটাল সাজঘর এন্ড ইভেন্ট মেনেজম্যান্ট । এ ডিজিটাল সাজঘর এন্ড ইভেন্ট মেনেজম্যান্ট সার্ভিসগুলোর মধ্যে রয়েছে, বিয়ে, গায়ে হলুদ, ভেন্যু ডেকোরেশন, ড্রেস ডিজাইন এবং সরবরাহ, গাড়ি সরবরাহ এবং সজ্জা, ফটোগ্রাফি এবং ফটো অ্যালবাম মেকিং ইত্যাদি।
যোগাযোগ
মুহিবুল ইসলাম সোহেল
ডিজিটাল সাজঘর এন্ড ইভেন্ট মেনেজম্যান্ট
বালুখালী, পান বাজার উখিয়া কক্সবাজার