ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়ছেন কক্সবাজারের সন্তানেরা। ভিপি জিএস পদসহ বিভিন্ন পদে লড়ছেন সাগরতীরের ভূমিপুত্ররা। ২৮ টি পদের বিপরীতে মোট ৬৫৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলো ডাকসু নির্বাচনে।
সেখানে কক্সবাজারের অন্ততঃ ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছে বলে তথ্য পাওয়া গেছে (এ সংখ্যা চুড়ান্ত নয়)।
কোন উপজেলা থেকে কোন পদে প্রার্থী?
(প্রাপ্ত তথ্য অনুযায়ী)
পেকুয়া: স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল উদ্দীন। তার বাড়ী পেকুয়া উপজেলার শিলখালী গ্রামে।
চকরিয়া: এজিএস পদে লড়ছেন আরমানুল হক। তার গ্রামের বাড়ী খুটাখালী। স্বতন্ত্র সদস্য পদে লড়ছেন মোস্তফা আহমেদ। তার বাড়ী চিরিঙ্গা ইউনিয়ের চরণদ্বীপ এলাকায়।
মহেশখালী: মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন ফাতেমা তাসনিম জুমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে লড়ছেন শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন।
উখিয়া: স্বতন্ত্র প্যানেল থেকে কেন্দ্রীয় সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন কক্সবাজার স্টুডেন্টস ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোর্তজা হোছাইন শাফি। মুহসিন হল সংসদে সমাজ সেবা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোছাইন রবিন, সূর্যসেন হল সংসদে সাহিত্য সম্পাদক প্রার্থী রফিক উদ্দিন।
টেকনাফ : রোকেয়া হল ছাত্র সংসদে ভিপি পদে (স্বতন্ত্র) লড়ছেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফারজানা আক্তার, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে কেন্দ্রীয় সদস্য পদে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নুরুল ইসলাম নাহিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২০২০-২০২১ সেশনের আবাসিক মাষ্টারদা সূর্য সেন হলের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন কেন্দ্রীয় সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন।
রামু: স্বতন্ত্র সদস্য পদে নির্বাচন করছেন মোহাম্মদ রিদুয়ান। তার বাড়ী চাকমারকুল ইউনিয়নের শ্রী মুরা গ্রামে।
সদর: সমাজকল্যান সম্পাদক পদে লড়ছেন সৈকত শর্মা।তার বাড়ী কক্সবাজার সদরের লার পাড়ায়।
এছাড়াও আরও ৪ থেকে ৫ জন প্রার্থী ডাকসুর বিভিন্ন পদে লড়ছেন, যাদের বাড়ী কক্সবাজার।
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ডাকসুতে ভিপি, জিএসসহ পদ ২৮টি। গত নির্বাচনে (২০১৯ সালে) পদ ছিল ২৫টি। এবার তিনটি পদ বাড়ানো হয়েছে। আর প্রতিটি হল সংসদে নির্বাচন হবে ১৩টি পদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন হল আছে ১৮টি। হলের বাইরে আট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।