ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৫৮০ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপের তাদের আটক করা হয়। সন্ধ্যায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে এপিবিএন।
গ্রেফতার দুজন হলেন- রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০)। তারা সম্পর্কে মা-মেয়ে।
এপিবিএন জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা আনেন রোজিনা ও ফাহমিদা। গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে ও নিজেদের দেহে ইয়াবা পরিবহন করেছেন।
তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগ থেকে ৫৮০০ পিস ইয়াবা এবং রোজিনার দেহ তল্লাশি কের ১৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি এবং পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানায়। দুজন সম্পর্কে মা ও মেয়ে।
এ বিষয়ে বিমানবন্দর এপিবিএন-১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ‘যাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সব অপরাধ কার্যক্রম রোধে তৎপর।’