উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ৫:৪৪ পিএম , আপডেট: ২৬/০৯/২০২৪ ৬:২৯ পিএম

আসসালামালাইকুম সম্মানিত গ্রাহক বৃন্দ, ৩৩ কেভি মেইন লাইন রক্ষণাবেক্ষণ এবং বিতরণ লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডালা কর্তন করার জন্য (প্রথম সাইকেল-আংশিক অংশ) আগামী ২৮/৯/২৪ তারিখ রোজ শনিবার সকাল ৮:০০ ঘটিকা হতে বিকাল ৪:৩০ ঘটিকা পর্যন্ত উখিয়া উপজেলার রাজা পালং, উপজেলা কমপ্লেক্স, উখিয়া থানা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, এপিবিএন, উখিয়া বাজার, ফলিয়াপাড়া, হাজিরপাড়া, ছয়তারা, কাশিয়ার বিল, ডেইলপাড়া, টাই পালং, জামতলি, জাদি মোরা, বটতলী, খয়রাতিপাড়া, দরগার বিল, দোছড়ি, কুতুপালং বাজার, রোহিঙ্গা ক্যাম্প, ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা, কোটবাজার, মনি মার্কেট, তেলিপাড়া, হরিণমারা, তুতুর বিল, উত্তর এবং দক্ষিণ পুকুরিয়া,রুহুল্লাহডেবা* , কামারিয়া বিল, চাক বৈঠা, মনি মার্কেট, পিনজিরকুল, হিজুলিয়া স্টেশন, ঝাউতলা, মাল ভিটাপাড়া, আদালত পাড়া, ভালুকিয়া, ধুরোম খালি, মৌলবি পাড়া, চৌধুরীপাড়া, ক্লাসপাড়া সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উল্লেখ্য যে, কাজ শেষ হওয়ার সাপেক্ষে নির্ধারিত সময়ের আগে যে কোন সময় লাইন চালু হতে পারে। উক্ত বিজ্ঞপ্তি উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস  থেকে প্রেরিত।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...