প্রকাশিত: ২৩/০২/২০২০ ৮:৩৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে সম্মেলনের তিন মাসের মধ্যে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সেন্টমার্টিন আওয়ামীলীগের নতুন কমিটির তালিকা প্রকাশ করে।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাঃ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কথা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মুজিবুর রহমান ও ছৈয়দ আলমকে দ্বিতীয় বারের মত সভাপতি – সাঃ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- আবুল বশর, কবির আহম, আমির হোসেন মেম্বার, মাষ্টার আব্দুর রহমান, মৌঃ হোসাইন, ফরিদ আহমদ মেম্বার, সাব্বির আহমদ’কে সহ-সভাপতি এবং ফাহাদ শাহীন ও শাহ আলমকে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

এছাড়া রেজাউল করিমকে আইন বিষয়ক সম্পাদক, শামসুল ইসলাম মেম্বারকে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, সাংবাদিক হেলাল উদ্দিন সাগরকে তথ্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...