প্রকাশিত: ১৭/১২/২০১৯ ৯:৪৩ এএম

‘পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও সিএএ কার্যকরের চেষ্টা চালালে আমার মৃতদেহের ওপর দিয়ে করতে হবে।’ এমনটাই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা শেষে তিনি এ মন্তব্য করেন। ভারতের গণমাধ্যম জানায়, সিএএ এবং এনআরসির বিরুদ্ধে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ পদযাত্রাটির আয়োজন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় হাজার হাজার জনতা।

পদযাত্রা শেষে মমতা বলেছেন, ‘আমরা বাংলায় আছি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কোনো কোনো নেতা এখানে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছে। আমাদের সরকার ফেলে দেবেন? ফেলে দিন। ইজ্জতের জন্য যখন লড়তে নেমেছি, তখন আর মাথা নত করব না।’ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম উল্লেখ না করে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ‘এখানে আরেক বড় বিজেপি নেতা এসেছেন। তিনি আমাদের সাবধান করছেন, কেন অশান্তি হচ্ছে? আমি বলতে চাই, আগে আসামের সরকারকে বলুন। সেখানেও তো বিজেপির সরকার রয়েছে।’ উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘রাজ্যে সিআইএসএফ বা বিএসএফ লাগবে কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে। আমি বলেছি কিছুই লাগবে না। আপনারা কি ভোট দেন না?? তাহলে কিসের নাগরিকত্ব আপনাকে দেবে?’

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজ্যের দিঘা শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভের ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। তিনি বলেছিলেন, ‘আপনাদের কোনো ভয় নেই, শান্তিতে থাকুন। কেননা বিতাড়িত হওয়ার কোনো প্রশ্নই আসে না।’ মমতার ভাষায়, ‘এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) নিয়ে ক্ষমতাসীনদের বারংবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। কেননা দেশের সব রাজ্যেরই আলাদা আবেগ রয়েছে।’ গত ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটিতে প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ। এরপর ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। আর বিপক্ষে পড়েছে ১০৫টি ভোট। যার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে বিতর্কিত এই বিলটি রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত করা হয়।

পাঠকের মতামত

বাংলাদেশি কর্মীদের জন্য ‘সুখবর’ দিল মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ...

ভারতে আশ্রিত আওয়ামী নেতাদের নিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা, পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ...

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে আরাকান আর্মি: এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত ...

রয়টার্সের প্রতিবেদনমিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, বিদ্রোহীদের পক্ষে টানছে ট্রাম্প প্রশাসন

মিয়ানমারের বিরল খনিজ সম্পদের দিকে চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের বিরল খনিজে চীনের কর্তৃত্ব সরিয়ে নিতে ...

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...