প্রকাশিত: ২০/১০/২০১৯ ১:০২ পিএম

জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী কুপওয়ারা জেলায় ভারত-পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনাসহ ৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রেস ট্রাষ্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। পুলিশ বলছে, পাকিস্তানি সেনাবাহিনী কুপওয়ারার তাংঘার সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গোলাগুলিতে সেখানকার দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, গত সপ্তাহেও পাক সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে ভারত। নিয়ন্ত্রণরেখার বারামুল্লা এবং রাজৌরি সেক্টরে পাক সেনাবাহিনীর গুলিতে ভারতের দুই সেনা সদস্য নিহত হয়। ভারতের অভিযোগ, গত জুলাই মাসে ২৯৬ বার, আগস্টে ৩০৭ বার এবং সেপ্টেম্বরে ২৯২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত বিনা উসকানিতে দুই হাজার ৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর ফলে ২১ জন ভারতীয় নিহত হয়েছে।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...