প্রকাশিত: ১৫/০৯/২০১৯ ৮:৩৫ পিএম , আপডেট: ১৫/০৯/২০১৯ ৮:৩৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মাকির্ন রাষ্ট্রদূত রবার্ট মিলার।রবিবার সকাল এগোরটার দিকে উখিয়ার মধুরছড়া আঠারো নাম্বার ক্যাম্পে যান।সেখানে সি আইসি অফিসে রোহিঙ্গাদের সাথে ঘন্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে মাকিন রাষ্টদূত রবাট মিলার রোহিঙ্গাদের বিভিন্ন বিষয় জানতে চান।ক্যাম্প ইনর্চাজ বিভিন্ন প্রশ্নের উওর দেন।উক্ত বৈঠকে দশজন রোহিঙ্গা নারী ও দশজন রোহিঙ্গা মৌলভীর উপস্থিত ছিলেন।রাষ্টদূত রোহিঙ্গা নারীদের কাছে জানতে চান কি ধরনের নিযার্তনের শিকার হয়েছে।এসময় রোহিঙ্গা নারী বলেন মিয়ানমার সেনাবাহিনী নির্মম নিযার্তন,যৌন নিপীড়ন, হত্যা এবং বাড়ি ঘর জ্বালিয়ে দেন।সহায় সম্বল কেড়ে নেন।অর্থ সম্পদ লুট করে নিয়ে যান। রোহিঙ্গা মৌলভীরা বলেন মিয়ানমারের দাঙ্গার মূল কারন হল ধর্মিয় বৈষম্যের কথা।এগুলোর কারনে রোহিঙ্গারা এদেশে পালিয়ে আসেন।
রাষ্ট্রদূত মিলার খাদ্য বিতরণ কেন্দ্র, রোজ লানিং সেন্টার কোডেক লানি সেন্টার পরিদর্শন করেন।রাষ্ট্রদূত বাচ্চাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশুনার ব্যাপারে খোঁজ খবর নেন।রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

উল্লেখ্য যে, গত ২২ আগস্ট দ্বিতীয় দফার প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ হয়। স্বেচ্ছায় কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি না হওয়ায় এ প্রক্রিয়া আবারও বাঁধারমুখে পড়ে।রবিবার বিকেলে ক্যাম্প ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্য র ওনা হন।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...