প্রকাশিত: ১৫/০৯/২০১৯ ১১:৫৭ এএম

নরসিংদীর মাধবদীতে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১৫ সেপ্টেম্বর রাতে মাধবদী থানার কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার উখিয়া থানার তুতুরবিল এলাকার শামসুল আলম এর ছেলে জসিম উদ্দিন (২৬), মাধবদীর থানার কুড়েরপাড় এলাকার আঃ লতিফ এর ছেলে শরিফুল ইসলাম বাপ্পি (৩২)।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম, বার) সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাধবদীর কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করি।

উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৬ লাখ টাকা। এই ঘটনায় মাধবদী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসি’র মতবিনিময়

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ...