প্রকাশিত: ১৪/০৯/২০১৯ ৮:৪২ পিএম

কক্সবাজার শহর থেকে ১৮ গ্যাংস্টা গ্রৃুপের সদস্য ও ইভটিজারকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি মহিলা কলেজের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া সিবিএনকে জানান, সারাদেশে কিশোরদের গ্যাংস্টার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে অভিযান চলছে। কক্সবাজারেও অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শহরের শনিবার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ এলাকায় সাদা পোশাকে ছদ্মবেশে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ১৮ জনকে আটক করা হয় সবাই কিশোর।

মানস বড়ুয়া বলেন, আটকৃতরা সবাই ইভটিজিংয়ে জড়িত। এদের অনেকে গ্যাংস্টার গ্রুপের সাথে জড়িত। তারা ইভটিজিংয়ে পাশপাশি এলাকায় আধিপত্য বিস্তার ও নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকতে পারে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারের প্যাঁচারদ্বীপে পুড়িয়ে দেওয়া হলো বিশাল প্যারাবন

কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন প্যাঁচারদ্বীপ সৈকতে প্যারাবন উজাড় ও দখল করে কিংশুক ফার্মস লিমিটেডের রিসোর্ট তৈরির ...

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ভাই-বোন গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের পরিবারের ...

রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড ঠেকাতে ১২ সুপারিশের ভবিষ্যৎ কী?

উদিসা ইসলাম মার্চের শুরুতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেওয়া ...