প্রকাশিত: ৩১/১২/২০১৬ ৮:১৪ পিএম , আপডেট: ৩১/১২/২০১৬ ৮:১৮ পিএম

জসিম মাহমুদ,টেকনাফ::
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুরুল হুদার দুই নাতী, এবি,এম জাফর আলম ও দিলনেওয়াজ আক্তারের এক মাত্র দুই সন্তান রাফিউল হুদা পাভেল, রাইসাতুন আলম সুবাহ। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মুজিবুর রহমান খোকন আর টেকনাফ ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক,উপজেলা যুবলীগের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়াদের একমাত্র ভাগিনা ভাগিনী। এবার জে,এস,সি ও পি,এস,সি পরিক্ষায় ২০১৬ জিপিএ – ৫ পেয়েছে। রাফিউল হুদা পাভেল সাবরাং নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্র ও রাইসাতুন আলম সুবাহ টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্রী। তারা এক ভাই এক বোন। পাভেল ও সুবাহ জিপিএ – ৫ অর্জন করায় শিক্ষক শিক্ষিকা,নানা- নানী, পিতা-মাতা, আত্বীয় স্বজন, সহপাঠী সহ সকলের নিকট কৃতজ্ঞ। দুই জন উচ্চ শিক্ষায় আগ্রহী তারা সকলের দোয়া প্রার্থী।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...