প্রকাশিত: ২২/১১/২০২১ ৩:৩৩ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটি সমাবেশ করেছে। সেখানে থেকে ফেরার পথে ছাত্রদলের মিছিলে পুলিশি হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ নভেম্বর) কাকরাইল রাজমনি হোটেলের সামনে ছাত্রদলের ওই মিছিলে পুলিশ হামলা করেছে বলে সংগঠনটির অভিযোগ করে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তানজিল হাসান বলেন, আমার সমাবেশ শেষে মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হই। মিছিল কাকরাইল মসজিদ হয়ে রাজমনি হোটেলের সামনে পৌঁছালে পুলিশ সামনে ও পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এতে বিভিন্ন ইউনিটের অর্ধশত নেতাকর্মী আহত হন।

তিনি আরও বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তানজিল হাসানের দাবি করে বলেন- পুলিশের হামলায় ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ছাত্রদল কর্মী মো. শামিম হোসেন, রবিউল ইসলাম, মাহাবুবর রহমান, আবদুস সবুরসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...