প্রকাশিত: ০২/০৭/২০২২ ৭:৫৩ এএম

উখিয়ার ক্যাম্প থেকে ৩ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৮ লক্ষ টাকা জব্দ করেছে ১৪, এপিবিএন পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে এক অভিযানে এক রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এপিবিএন অধিনায়ক নাইমুল হক বলেন, বৃহস্পতিবার রাতে ৭ নং ক্যাম্পের ডি/১ ব্লকের রোহিঙ্গা বেগম খাতুনের বসত ঘর থেকে এসব বাংলাদেশী টাকা ও ইয়াবা জব্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গা নারী বেগম খাতুনের বসত ঘরে ট্রাংকের ভিতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের ৮ লক্ষ নগদ টাকা উদ্ধার করে অভিযানিক টিম।
এসময় পুলিশের উপস্হিতি টের পেয়ে জনৈক রোহিঙ্গা আসামী পালিয়ে যায়। আটক রোহিঙ্গা নারী দীর্ঘদিন ধরে ক্যাম্পে ইয়াবা পাচার করে আসছিল। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে এপিবিএন কর্মকর্তা জানান

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...