উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ৯:১৩ এএম

সৌদি সরকারের অর্থায়নে, সৌদি আরবের সরকার প্রধান ও পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের উদ্যোগে বিভিন্ন দেশে রমজান মাস উপলক্ষে ইফতার, খেজুর ও কোরআন শরিফ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রায় ৫০ হাজার রোজাদারকে ইফতার, ৪০ টন খেজুর ও প্রায় এক লাখ কোরআন শরিফ বিতরণ করা হবে।

শনিবার (২৫ মার্চ) ঢাকাস্থ সৌদি দূতাবাসে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ ও টেলিভিশন ব্যক্তিত্বগণের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল-দুহাইলান এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত রিলিজিয়াস এটাচে জনাব মুবারক বিন আমেক আল-আনাযি, সৌদি মিলিটারি এটাচে ব্রিগেডিয়ার মুনিফ আল-হারবী, ধর্ম মন্ত্রীর একান্ত সচিব জনাব সাদেকুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে দেশের প্রায় ৩৫টি অঞ্চলে ইফতার, ৪০ টন খেজুর বিতরণ ও প্রায় এক লাখ কোরআন শরিফ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সৌদি সরকারের বাদশাহ ফাহাদ কুরআন শরিফ প্রিন্টিং কমপ্লেক্স কর্তৃক মুদ্রিত কোরআন শরিফ ও বঙ্গানুবাদ বিতরণ করা হয়।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...