১১ মাসের শিশুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করায় দায়ে পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
১৪ই মে রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওই ঘটনায় মিরপুর থানার এসআই মারুফুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হবে। একই সঙ্গে মিরপুর জোনের ডিসি এবং এডিসিকে সতর্ক করা হয়েছে। এসব কর্মকর্তাকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে মামলা তদারক করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে রাজধানীর মিরপুর মডেল থানায় চুরি ও মারামারির অভিযোগে দায়ের করা একটি মামলায় ১১ মাসের শিশু এবং মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেয় মিরপুর থানা পুলিশ।