শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
১৭১ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠানো হলো ক্যাম্পে
প্রকাশিত - অক্টোবর ৮, ২০২৫ ৭:৩০ এএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের অবাধে বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
মঙ্গলবার (৭ অক্টোবর) ৭ ঘণ্টায় বিশেষ অভিযানে অস্থায়ী চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদেরকে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা সরকার নির্ধারিত সীমা অতিক্রম করে টেকনাফ সদর ও আশপাশের এলাকায় অবাধে ঘোরাফেরা করছে। এতে করে স্থানীয় সামাজিক ও নিরাপত্তা পরিস্থিতিতে ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক রোহিঙ্গা সদস্য যানবাহনের চালক, রাজমিস্ত্রি, জেলে বা কাঁচামালের ব্যবসায়ী পরিচয়ে থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।
অভিযানের অংশ হিসেবে ২ বিজিবির সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্রা ও ২৫টি অটোরিকশায় তল্লাশি চালিয়ে মোট ১৭১ জন রোহিঙ্গাকে শনাক্ত করে। আটকতদের মধ্যে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী এবং ৩৩ জন শিশু রয়েছে। তাদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্প প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য এমন অভিযান নিয়মিত চালানো হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানানো হয়।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, রোহিঙ্গা ক্যাম্পের বাইরে তাদের যেকোনো ধরনের অননুমোদিত চলাচল রোধে বিজিবি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.