শ.ম.গফুর::
উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্র“ পশ্চিম কুলস্থ আজিমুদ্দিন সড়ক সংলগ্ন লতিফিয়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা আনুষ্ঠানিক ভাবে জুমার নামাজের মধ্য দিয়ে শুভ উদ্ভোধন হয়েছে। ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ২৯ ডিসেম্বর শূক্রবার উক্ত মসজিদে ফিতা কেটে মোনাজাতের মাধ্যমে শুভ উদ্ভোধন ঘোষণা করেন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জকিগঞ্জের পীর সাহেব মরহুম আবদুল লতিফ হুজুরের খাদেম মাওলানা আবদুল মোমিন, বালুখালী দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুস সালাম, সাংবাদিক শ.ম. গফুর, আওয়ামীলীগ নেতা ছৈয়দুল বশর, জামাল উদ্দিন, নুরুল আলম, মসজিদ কমিটির সভাপতি হাজী আবদুল করিম, সাধারণ সম্পাদক হাজী জহির আহমদ, উপদেষ্টা আলী আকবর সর্দার, মসজিদ কমিটির পক্ষে আমির বশর, ছৈয়দ আলম, নুরুল বশর, হামিদুল হক সহ স্থানীয় গণ্যমান্য মুসল্লিবর্গ। মসজিদে জুমার নামাজ আদায় পরবর্তী বিশেষ দোয়া মাহফিল শেষে তবরুক বিতরণ করা হয়।