হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও স্থগিতাদেশ ধামাচাপা দেওয়ার বিষয় খতিয়ে দেখার জন্য উপজেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রধান নির্বাহী ম্যাজিষ্ট্রেট হ্নীলা হাইস্কুল পরিদর্শন করেছেন।
জানা যায়, ৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক গঠন করা তদন্ত কমিটি প্রধান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা হ্নীলা হাইস্কুল পরিদর্শন করেন। এসময় তিনি অভিযুক্ত শিক্ষককে উপস্থিত না পেলেও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ ও শিক্ষকদের সাথে কথা বলেন। এরপর তিনি স্কুল ত্যাগ করেন।
উল্লেখ্য, সংবাদপত্রে প্রকাশিত সংবাদের সুত্র ধরে গত ২১ নভেম্বর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন ছিদ্দিক সংবাদের সত্যতা খতিয়ে দেখার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। ২০১৬ সালের আলহাজ্ব আলী আছিয়া স্কুল জেএসসি পরীক্ষা কেন্দ্রের ২নং কক্ষে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় নিজ স্কুলের পরিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠে। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছিল। উক্ত অপরাধে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালামের এমপিও (মানি পেমেন্ট অর্ডার) স্থগিত করার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক আদেশে তদন্ত কমিটির প্রতিবেদন এবং পরীক্ষা সংক্রান্ত শৃংখলা কমিটির সুপারিশমতে ওই শিক্ষকের এমপিও স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম গত ১২/০৭/২০১৭ ইংরেজী স্বাক্ষরিত স্মারক নং-চশিবো/প্রশা-২/ বিভিন্ন /২১১/৯৮/ (অংশ-৩/৪১০/(৬) তারিখ-১২/০৭/২০১৭ ইংরেজী এবং সুত্র : শৃংখলা কমিটির ২৩/ ০৪/ ২০১৭ ইংরেজী তারিখের সুপারিশ বাস্তবায়ন করে মাষ্টার আব্দুস সালামের এমপিও বাতিল করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজার জেলা প্রশাসক, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা টেকনাফকে পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়। উক্ত বিষয়টি ধামা-চাপা দেওয়ার অভিযোগ উঠে। এনিয়ে সংবাদ প্রকাশিত হলে টেকনাফ উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার জন্য উক্ত তদন্ত কমিটি গঠন করেন।