টেকনাফের হ্নীলায় শিশু হুজাইফা নুসরাত আফসির হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর ও সর্বোচ্চ শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার বিকেল ৫টায় হ্নীলা বাস ষ্টেশনে অনুষ্টিত মানববন্ধনে টেকনাফের সর্বস্তরের মানুষ অংশ নেন। এনসিপি নেতা ও শিক্ষক সায়েম সিকদারের সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আহমদ মেম্বার, বাহাদুর শাহ তপু, আবসার কামাল নোবেল, শিশু আফসির বাবা ইঞ্জিনিয়ার মামুন, ব্যবসায়ী আব্বাছ আলী ও আলমগীর সালাম পুলক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নিষ্পাপ শিশু আফসির হত্যায় জড়িতদের দ্রুত বিচার কার্যকর ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন। উল্লেখ্য গত ৪অক্টোবর শনিবার শিশু আফসি বাসা থেকে অপহরণের শিকার হন। পরের দিন ৫অক্টোবর পাশের পুকুর থেকে মুখে টেপ মোড়ানো অবস্থায় আফসির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর দেখা গেছে শিশুর কানের দুল নেই। হয়তোবা,হত্যাকারীরা নিষ্পাপ শিশুটির কানের দুলের আশায় প্রাণে মেরেছেন।
৬ অক্টোবর সোমবার ময়না তদন্ত ও জানাজা শেষে আসফিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশু হত্যায় এ পর্যন্ত পুলিশ ফারেজ, জাবেদা খাতুন, আব্দুল আজীজ, মোহাম্মদ ইয়াকুব, ওমর, সামের ও আরাফাতসহ ৭জন হত্যাকারীকে আটক করেছেন। আটক খুনীরা কারান্তরীণ রয়েছেন বলে জানাগেছে।
শিশু হত্যার জড়িতদের মধ্যে ২জন আসামী ইতিমধ্যে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যাকান্ডের বিষয়টি পুলিশ অধিকতর তদন্ত করে দেখছেন জানিয়ে লোমহর্ষক এঘটনায় জড়িতদের কিছুতেই ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর।