প্রকাশিত: ০৫/০১/২০২২ ৩:৪৯ পিএম

কক্সবাজারের হোটেল মোটেলে রোহিঙ্গা কর্মচারী না রাখা সহ বর্তমানে কর্মরত রোহিঙ্গাদের তালিকা করে তাদের ছাটাই করার দাবীতে স্বারকলিপি প্রদান করেছে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি। ৫ জানুয়ারী কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের কাছে এই স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির উপদেস্টা এডভোকেট তাপস রক্ষিত,কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান,নির্বাহী সদস্য দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম। এ সময় জেলা প্রশাসক বলেন,আমি প্রায় সময় হোটেল মালিকদের বলি কোন রোহিঙ্গা যাতে কাজ না পায়। এটা সত্যি অনেকে কম টাকার জন্য পরিচয় গোপন করে রোহিঙ্গাদের দিয়ে কাজ করাচ্ছে। আবার কিছু পুরাতন রোহিঙ্গার ছেলে মেয়ে আছে যারা বর্তমানে লেখাপড়া করে স্থানীয়দের সাথে মিশে গেছে তারাও যে হোটেল মোটেল জোনে কাজ না করতে পারে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। এ ব্যপারে রোহিঙ্গা প্রতিরোধ কমিটির নের্তৃবন্ধ বলেন,বেশির ভাগ হোটেল মালিক স্থানীয়দের কাজ দিতে চায় না। তারা কম টাকার জন্য বহিরাগত এবং রোহিঙ্গাদের চাকরী দিচ্ছে। আবার রোহিঙ্গারা ভুয়া পরিচয় পত্র এবং ভুয়া কাগজ পত্র দিয়ে হোটেল মোটেল জোনে কাজ করছে। তারা মাদক ব্যবসা সহ অনেক অসামাজিক কাজ করে থাকে। পর্যটকদের নানান ভাবে হয়রানী করে। তাই আমরা চাই স্থানীয়রা কাজ পাক,কোন রোহিঙ্গা এবং পুরাতন রোহিঙ্গার ছেলেমেয়ে যেন কাজ না পায় সে জন্য জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...