ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৪/২০২৩ ৮:৩১ পিএম

ধর্মে হিন্দু হলেও ইসলাম ধর্মকে সম্মান করেন বাপ্পি চৌধুরী। শুধু তাই নয়, আল্লাহকেও বিশ্বাস করেন তিনি। আসন্ন রোজার ঈদে মুক্তিপ্রতীক্ষিত ‘শত্রু’ সিনেমার সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এ নায়ক।

বাপ্পি বলেন, ‘আমি ইসলাম ধর্মকে প্রচন্ড সম্মান করি। আপনারা দেখবেন, আমি আল্লাহর নাম নিই। আল্লাহকে বিশ্বাস করি। সবসময় বলি, আজানের শহর ঢাকা শহর। সারা বিশ্বের এমনটা নেই। যখন আমি শুক্রবার ঢাকায় বের হই, তখন দেখতে পাই পুরো ঢাকায় রাস্তায় নামাজ পড়ছে। এর চেয়ে বড় শান্তি কিছু হতে পারে না।’

এর আগে একটি অনলাইন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে, রমজান মাসে রোজা রাখছেন বাপ্পি। এ ধরনের খবরকে মিথ্যা বলছেন তিনি।

বাপ্পি বলেন, ‘বাপ্পি কেন রোজা রাখবে? বাপ্পি রোজাদার মানুষদেরকে সাপোর্ট করতে পারে। সে প্রতিদিন ৫০০ মানুষকে ইফতার দেওয়ার চেষ্টা করছে। আমি ফলোআপ করে লাইভ করে বেড়াই না।’

এদিকে বাপ্পি অভিনীত ‘শত্রু’ সিনেমা মুক্তি পাচ্ছে রোজার ঈদে। এতে তার নায়িকা জাহারা মিতু। ইতোমধ্যে ছবির ট্রেলার ও গান প্রকাশ পেয়েছে।

পাঠকের মতামত