প্রকাশিত: ১৬/০৩/২০১৭ ১১:০৯ পিএম , আপডেট: ১৬/০৩/২০১৭ ১১:১০ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::
সর্বগ্রাসী ইয়াবার ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে হবে। ইয়াবা কারবারী যেই হোক, যত বড় শক্তিশালীই হোক তাকে ধরে আইনের আওতায় আনা হবে। স্বচ্ছ তালিকা তৈরীর মাধ্যমে শীঘ্রই সীমান্তের ইয়াবা কারবারীদের বিরুদ্ধে চিরুনী অভিযান পরিচালনা করা হবে। তাদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দীন খাঁন। বৃহস্পতিবার (১৬ মার্চ) শাহপরীর দ্বীপ কমিউনিটি পুলিশের মাদক বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শাহপরীর দ্বীপ কমিউনিটি পুলিশের সভাপতি জেলা আওয়ামীলীগ সদস্য ও শাহপরীর দ্বীপ আওয়ামীলীগের সভাপতি সোনা আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ইয়াবা সহ মাদক পাচার বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে জনগণকে সবচেয়ে বেশি সোচ্চার হতে হবে। ইয়াবা কারবারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাকে নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে, এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। সভায় সভাপতির বক্তব্যে সোনা আলী বলেন, মাদকের কারণে আমাদের পর্যটন শহর টেকনাফের বদনাম হচ্ছে। কিছু মহল ইয়াবা পাচারের মাধ্যমে পুরো টেকনাফ বাসীর গায়ে কলংক লেপন করবে তা আমরা মেনে নিতে পারিনা। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ সহ প্রশাসনের যেকোন তৎপরতায় আমরা (জনগণ) সর্বোচ্চ সহযোগিতা করে যাব।

শাহপরীর দ্বীপ কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ জিকুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন, টেকনাফ থানার এসআই জয়নুল আবেদীন, এসআই মোক্তার আহমদ, বিজিবি শাহপরীর দ্বীপ বিওপি’র কোম্পানি কমান্ডার আতিকুর রহমান, সাবরাং ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য নুরুল আমিন, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম রেজু, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য ফজলুল হক, সংরক্ষিত মহিলা সদস্য সেনোয়ারা বেগম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং এর সহ সভাপতি মনির উল্লাহ, ডাঃ মোঃ শফি, কোষাধ্যক্ষ লাল মিয়া লালু, মহিলা বিষয়ক সম্পাদিক ইসমত আরা, সদস্য ইয়াকুব আলী, আব্দু শুক্কুর, সৈয়দ করিম, মোঃ ইউনুছ, সিরাজুল ইসলাম, আব্দুল গণি, নুরুল হক, সোলতান আহমদ, আব্দু শুক্কুর প্রমূখ।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...