কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব পানখালী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে থাকছেন অনেক রোহিঙ্গা।
আজ বুধবার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে ক্যাম্পের বাহিরে বসবাসকারী ৩৭ জন রোহিঙ্গা শরনার্থী এবং বাড়ির মালিক এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, তালিকাভুক্ত রোহিঙ্গারা ক্যাম্প থেকে বাইরে এসে লোকালয়ে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছে এবং প্রতিনিয়ত অপহরণ খুন-গুমসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। স্থানীয় ভাড়া বাসার মালিকগণও অতিরিক্ত ভাড়ার আশায় তাদেরকে আশ্রয় ও বাসা ভাড়া দিচ্ছে যা বে-আইনি।
আটক হওয়া বাড়ির মালিক পূর্ব পানখালী নুর আলমের স্ত্রী মোছাম্মৎ ইয়াছমিন আক্তার (৩৪)। অন্যান্য আশ্রয়দানকারী বাড়ির মালিকগনকে অভিযানকালে পাওয়া যায়নি।
আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।