কক্সবাজারের চকরিয়ায় স্কুল ব্যাগে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে পুলিশের হাতে দুই নারী-পুরুষ আটক হয়েছেন।তারা সম্পর্কে স্বামী-স্ত্রী তাদের কাছ থেকে বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘীতে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,খুটাখালী সেগুনবাগিচা এলাকার জহির আলম(৫৪) ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার জানায়,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় স্কুল ব্যাগ থেকে বিশ হাজার পিস ইয়াবা সহ দম্পতিকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।