মুজিবুল হক মুজিব, রিটার্ন ভিসায় এই সৌদি আরব প্রবাসী দেশে আসেন গত বছরের অক্টোবরে।
ছুটিতে এসে তিনি বনে যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, যোগ দেন কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপিতে।
রোববার (৭ জানুয়ারি) রাতে ঘোষিত ভোটের ফলাফলে কক্সবাজার-৪ আসন থেকে নির্বাচন করা উখিয়ার ভালুকিয়া পালংয়ের বাসিন্দা মোক্তার আহমেদের পুত্র মুজিব ২৪৬ ভোট পেয়েছেন।
এই আসনের সাত প্রার্থীর মধ্যে তার অবস্থান সবার নিচে।
প্রচারণার মাঠে অন্যান্য প্রার্থীর মতো না হলেও সরব ছিলেন স্থানীয় রাজনীতিতে একেবারে নতুন এই মুখ।
সুত্র: টিটিএন