প্রকাশিত: ০৩/০৮/২০১৭ ১২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৭ পিএম

আবুল আলী, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন বঙ্গোপসাগরে থেকে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৬জন নাগরিককে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এসময় একটি ট্রলার জব্দ করা হয়। বৃহ¯পতিবার ভোরে রাতে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্বে এলাকা থেকে ইয়াবাসহ মাঝিমাল্লাকে আটক করা হয়েছে।

আটকতৃকরা হলো- মিয়ানমারের মংডু শহরের মৃত সোলতান আহাম্মদের ছেলে রহিম উল্লাহ (৫০), মৃত কাদের আহাম্মদের ছেলে এনামুল হোসেন (১৬), মকবুল হোসেনের ছেলে নাজির আহমেদ (৬৫), মৃত হাবিরুলের ছেলে মো. করিম (১৭), মৃত মোহাম্মদ মো. রফিক (১৪) ও মৃত রহিম উল্লাহের ছেলে মো. ফারুক (১৫)।

বিষয়টি চট্রগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লে. কমান্ডার ফখরুদ্দিন আহমেদ নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর রাতে মিয়ানমারের মাছ ধরার একটি ট্রলার নিয়ে ৬জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরার বেশ ধরে একটি ইয়াবা বড় চালান পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কর্মান্ডার লে. এম জাফর ইমান সজীবের নেতৃত্বে কোস্টগার্ডের একটি বিশেষ টিম সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পূর্বে অবস্থান নেন। এসময় মিয়ানমারের সীমান্ত থেকে আসা একটি ট্রলারকে থামানো সংকেত প্রদান করে। তারা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মিয়ানমারের ৬জন মাঝিমাল্লাসহ একটি ইঞ্জিন সালিত ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের বক্সের ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করে। উদ্ধার বস্তার ভেতর থেকে ৩ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম ১৫ কোটি টাকা । তাদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশ দায়ে পৃথক মামলা দিয়ে থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে। এছাড়া ইয়াবা রোধে নাফনদী ও সাগরে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...