অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন্সের নিকটে ট্রলার ডুবিতে এপর্যন্ত ৬৩ জনকে জীবিত ও ১২ জনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে মরদেহগুলো উদ্ধার করা হয়। আরো হতাহতের আশংকা করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারে শতাধিক যাত্রী ছিল এবং নিহতদের বেশির ভাগই রোহিঙ্গা।
সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কর্মান্ডার শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে সাগরে পথে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ট্রলার ডুবির ঘটনায় ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৫০ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে। ট্রলারে শতাধিক যাত্রী ছিল। এখনও সাগরে ভাসমান লাশ দেখা যাচ্ছে। এজন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।