প্রকাশিত: ১৬/১১/২০২১ ৫:১১ পিএম

ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি নেতা অং সান সু চির বিরুদ্ধে নির্বাচনে প্রতারণার অভিযোগ এনেছে মিয়ানমারের সামরিক জান্তা। মঙ্গলবার দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সামরিক জান্তার দায়ের করা নতুন মামলায় সু চির বিরুদ্ধে ২০২০ সালের জাতীয় ‘নির্বাচনে প্রতারণা ও বেআইনি কর্মকাণ্ড পরিচালনার’ অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগ আনা হয়েছে সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট ও নির্বাচন কমিশনারসহ ১৫ কর্মকর্তার বিরুদ্ধে।

গত ফেব্রুয়ারিতে সু চিকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে বেআইনিভাবে ওয়াকিটকি রাখা, দেশদ্রোহ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে এসব মামলার শুনানি শুরু হয়েছে। এসব মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে সেনা সরকার।

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...